বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের ঘটনায় মিঠু গ্রেফতার

বগুড়া অফিস:
বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৮ জুন) র‌্যাব-১২ তাকে গ্রেফতার করে। বুধবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করলে সেখান থেকে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত সৈয়দ কবির আহম্মেদ মিঠু বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।

জানা গেছে, ঈদের রাতে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার দুই যুবক মোহাম্মদ শরীফ এবং শরীফের মামাতো ভাই মোহাম্মদ রোমানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহত শরীফের মা হেনা বেগম মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে। এরপরেই রয়েছেন মিঠুর ভাই বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, টিপুর ভায়রা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান, শেখ সৌরভ, নাঈম হোসেন এবং আজমিন রিফাতসহ ১৩ জন । এছাড়া অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার দিনব্যাপী অভিযানে নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়া এলাকার নাঈম হোসেন এবং সুলতানগঞ্জপাড়ার আজবিন রিফাতকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, বগুড়ার নিশিন্দারা এলাকায় জোড়া খুনের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *