বগুড়ায় খামারিকে ড্রেনে চুবিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেফতার
বগুড়া অফিস:
বগুড়ায় ইউনুস আলী নামে এক মুরগীর খামারিকে ড্রেনে চুবিয়ে হত্যা মামলায় মোঃ আহসান মন্ডল (২৬) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মোঃ আহসান মন্ডল বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী এলাকার মোঃ জিন্না মন্ডলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
সোমবরা (২৪ জুন) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৭টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে আহসানকে গ্রেফতার করা হয়। আহসান এই হত্যা মামলার ৩ নম্বর আসামি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ২০ জুন রাস্তায় ইউনুস আলীর মানসিক বিকারগ্রস্ত বড় ছেলে শাহীনের সাথে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর ধাক্কা লাগে। এ বিষয়ে ওহাব আলীর স্ত্রী গায়ে হাত দেওয়ার কথা তার পরিবারকে জানায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ২২ জুন বিকালে ওহাব আলীসহ আরও কয়েকজন মিলে ইউনুস আলীর বড় ছেলে শাহীনকে মারধর করে। পরে সন্ধ্যার দিকে ইউনুস আলীর ও তার ছোট ছেলে গোলাম রসুল এ ঘটনার প্রতিবাদ জানাতে যায়। তখন তারা প্রথমে ইউনুস আলীর ছোট ছেলে গোলাম রসুলকে মারধর করে এবং সবাই মিলে আকড়ে ধরে রাখে। এরপর ইউনুস আলীকে মারধর করে এবং ড্রেনের কাদার ভিতরে মাথা চুবিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২৩ জুন ইউনুস আলীর ছোট ছেলে মোঃ গোলাম রসুল বগুড়া সদর থানায় আব্দুল ওয়াহাবকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার দুপুরে মামলার দুই নম্বর আসামি আব্দুল ওয়াহাবের ভাই মনির মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।