বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার লুটকরা টাকা উদ্ধার

বগুড়া অফিস:

বগুড়া সদরের পল্লীমঙ্গল এলাকার এন.আর.বি.সি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙ্গে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা চুরির মূল রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ২জন আসামিকে গ্রেফতারসহ চুরি যাওয়া ১ লাখ ৫৮ হাজার ৩৫০ টাকা ও আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার হুকমাপুর এলাকার মৃত ফারাজ মুন্সির ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৯) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া এলাকার মৃত সিরাজ শেখের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৪০)।

শনিবার (১৩ জুলাই) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে আদালতের আদেশে ২ দিনের পুলিশ রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ঘটনার মূল রহস্য উদঘাটন করে পুলিশ। এসময় জাহিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে এন.আর.বি.সি ব্যাংকের চুরি যাওয়া ৫৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। জাহিদুল আরও জানায় এই চুরির ঘটনায় তার সাথে রিয়াজ উদ্দিন জড়িত ছিল । তখন রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যমতে গাইবান্ধার সাঘাটা উপজেলার দহিচাড়া এলাকা অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ।

এরপর তাদের দেওয়া তথ্যমতে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল এলাকায় ইট ভাটার পুকুরের ধার থেকে ব্যাংকের ভল্ট ভাঙ্গার কাজে ব্যবহৃত ১টি সেলাই রেঞ্জ , ১টি স্ক্রু ড্রাইভার ও ১টি লোহার তৈরী টায়ার লিভার জব্দ করা হয়।

ইতিপূর্বে জাহিদুলের বিরুদ্ধে ২ টি চুরি মামলা এবং রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারামারি সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি গ্রেফতার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলমান আছে।

উল্লেখ্য যে, গত ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টা থেকে ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৫টার পূর্বে কোনো এক সময় এন.আর.বি.সি ব্যাংক এর পল্লীমঙ্গল উপ-শাখার ভল্ট ভেঙ্গে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা চুরি হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় ২৭ জানুয়ারি একটি মামলা দায়ের করেন ব্যাংক কতৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *