জয়পুরহাটে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ

অনলাইন ডেস্কঃ

সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান রবিবার দুপুরে জয়পুরহাটের বেসরকারী সংস্থা এনডিসি ফাউন্ডেশনের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসিওয়াচ এর সহযোগীতায় ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া লিটারেসির প্রাথমিক ধারনা, সোশ্যাল মিডিয়ার হুমকি এবং ঝুকি, ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কিত প্রচলিত ধারণা, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত বিষয়ে উপর প্রশিক্ষণ প্রদান করেন জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, বেকার যুবকদের আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে এবং সামাজিক সহিংসতা রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহনের বিষয়ে আলোচনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ. জে. এম আসিকুর রহমান, সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅর্ডিনেটর এস এ এম মহিউদ্দিন মনি, যুবদের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ (অব:) বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন জেলা সমন্বয়কারী মোছা: নাসিমা বেগম ও সিনিয়র ফিল্ড অফিসার জিয়া হায়দার।
কর্মশালায় পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ যুব-যুবতী অংশগ্রহন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *