আদমদীঘিতে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ও নশরতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে রহিম উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে হল পরিদর্শন করেন দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির। তিনি বলেন, দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন একটি মেধা বিকাশের সেবা মুলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশ, চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মানব সেবায় উৎসাহ দান, মৌলিক মানবীয় গুণাবলি অর্জন সহ জীবন জগতের স্রষ্টার প্রতি অনুগত্যশীল সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, গত ২০০২ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে যা আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্র সচিব আদমদীঘি রহিম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, দি-ব্রিলিয়্যান্ট এসোসিশনের সাবেক মহাপরিচালক এ্যাড. সাইফুদ্দীন সাইফুল, মিজানুর রহমান, এনামুল হক রানা, জামিল মাহমুদ, সদস্য সচিব আবু হানিফা, হাফেজ আতোয়ার হোসেন, ইদ্রিস আলী, রশিদুল ইসলাম রিপন, আহসান হাবীব পল্টু, ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন, কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছালাম, সাদ্দাম হোসেন, আইয়ুব হোসেন, আত্তাব হোসেন, জাবেদ আলী, মিফতাহুল প্রমূখ। দুটি কেন্দ্রে মোট ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *