লসএ্যাঞ্জেলস এর দাবানল: বাস্তবতা এবং প্রসঙ্গ কথা
বিশেষ রিপোর্ট:
লসএ্যাঞ্জেলস এর আগুনের ভয়াবহতা, ব্যাপকতা দেখে সারা বিশ্ব হতবাক। এটি নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন এবং এ ধরনের ভয়াবহ দাবানল অতীতে দেখা যায় নি বলেও মন্তব্য করেছেন । প্রশ্ন হলো এর থেকে দুনিয়াবাসী কিছু শিখতে পারবে কি? সমকামী সাদুমবাসীকে আল্লাহ তায়ালা নজিরবিহীনভাবে ধ্বংস করেছিলেন যে কাহিনী কুরআন মাজীদে কয়েক জায়গায় উল্লেখ আছে। উদ্দেশ্য মানুষ যেন শিক্ষা নিয়ে নিজেদের কর্ম সংশোধন করে নেয়। এমনিভাবে অতীতের অপরাধী ও সীমালংঘনকারী জাতিসমূহের ধ্বংসের ইতিহাসের বর্ণনা অনেকটাই জীবন্ত হয়ে আছে কুরআন মাজীদে।
কিন্তু আধুনিক জাহিলিয়াতে নিমগ্ন এই জড়বাদী সভ্যতা প্রতিটি ঘটনারই একটি বস্তুবাদী কার্যকারণ (Cause & Effect) ব্যাখ্যা দাঁড় করে এবং এর একটি প্রতিকারের গল্প হাজির করে। এর মাধ্যমে মানুষ যতটা না শিক্ষা গ্রহন করবে তার চেয়ে বেশি প্রাকৃতিক কারণ মনে করে প্রতিকার খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে এবং আরও বেশি বেপরোয়া হয়ে যায় যেটি বৃহত্তর ধ্বংসের দিকেই তাকে নিয়ে যায়। যেমন অতিরিক্ত তাপ প্রবাহের জন্য প্রশান্তমহাসগরীয় এল নিনো বা লা নিনোকে দায়ী করা হয় কিন্তু প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ মাত্রই চিন্তা করা উচিত এল নিনোর নিয়ন্ত্রক কে? বিশ্বাসী মানুষ তাই প্রতিকারের সাথে সাথে এল নিনোর নিয়ন্ত্রণ যার হাতে সেই আল্লাহর দিকেই বেশি বেশি ফিরে যায়।
ক্যালিফোর্নিয়ার এই ভয়াবহ দাবানল এবং এর ক্ষিপ্রতা দেখে দুনিয়ার মানুষ যদি তাদের স্রষ্টার দিকে ফিরে যেতো, পাপ ও দাম্ভিকতার পথ পরিহার করতো, কতই না ভাল হতো !