জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নিয়ে  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ১০ দিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল  প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের বাস্তবায়নে শহরের সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় বক্তব্য দেন  জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শাহানুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

তারুণ্য উৎসবের মেলা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *