শাজাহানপুরে স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল
বগুড়া অফিস:
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্কাউটস্’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন করা হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন সভাপতিত্বে এবং উপজেলা স্কাউট’র সাবেক সম্পাদক আব্দুল হালিম দুদু’র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম,আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার উপ পরিচালক শর্মিলা দাস,স্কাউট’র রাজশাহী অঞ্চলের সদস্য আনজুমান বেগম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শামীম ইকবাল,আব্দুল মমিন,উর্মি তালুকদার,ইউআরসি ইন্সট্রাক্টর মুহিদুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান এবং স্কাউট শিক্ষকগণ অংশ নেন।
সম্মেলনে পদাধিকার বলে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান,সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন ও প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম দায়িত্ব পান।
অপরদিকে কাউন্সিরলদের প্রত্যক্ষ ভোটে সম্পাদক পদে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি পদে সাজাপুর ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,রাণীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও আশেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন,কোষাধ্যক্ষ পদে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,যুগ্ম সম্পাদক পদে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হন।
এছাড়াও উপজেলা স্কাউট কমিশনার হিসেবে সর্ব সম্মতিক্রমে মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের নাম প্রস্তাব করেন।