লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

লাভজনক পদ্ধতিতে সুগারক্রপ চাষাবাদ শীর্ষক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন বিএসআরআই এর পাবনা ঈশরদীর পরিচালক (টিওটি) ড. মোছা. ইসমৎ আরা।

জয়পুরহাট বিএসআরআই উপকেন্দ্র অফিস প্রাঙ্গনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ৬০ জন কৃষক/ কৃষাণীকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
জয়পুরহাট বিএসআরআই উপ-কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, বিএসআরআই এর পাবনা ঈশরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম, ড. মো: মুনির হোসেন, জয়পুরহাট সুগার মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহানসহ অন্যান্য কৃষক/কৃষাণীরা।

এসময় বক্তারা বলেন, আখের আবাদ বৃদ্ধি করে সুগারর মিল টিকিয়ে রাখতে আখের সাথে সাথী ফসল চাষের বিকল্প নাই। বর্তমানে আখের সাথে তিনটি সাথী ফসল চাষে লাভজনক হচ্ছে। আখ দীর্ঘ মেয়াদি ফসল হওয়ায় আখের সাথে আলু, কপি, ডাল, পিয়াজ, রসুন, হলুদ, মটরসুটি, লেটুসসহ বিভিন্ন প্রকার সাথী ফসল চাষাবাদ অব্যাহত রেখে আখের সাথে সাথী ফসল নিয়ে প্রশিক্ষণ হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *