জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কাবাডি ও কারাতে প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক:
”তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তারুণ্য উৎসব এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সার্কিট হাউস মাঠে কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিবে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিপুল কুমার, (রাজস্ব) মোহাঃ সবুর আলী, (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট কারাতে একাডেমির কোচ শাহজাহান আলী সাজু, জয়পুরহাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল মন্ডল, কোচ ওবায়দুর রহমান মুকুল প্রমুখ।