জয়পুরহাট এলজিইডি’র পহেলা বৈশাখে দেশীয় খেলা সহ বিভিন্ন কর্মসূচী পালন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট এলজিইডি’র উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দেশীয় খেলা সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, সহকারী প্রকৌশলী এস. এম. রাজিব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ দৌলতুজ্জামান সহ উপজেলা প্রকৌশলী এবং বিশিষ্ট ঠিকাদারগন।
নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নববর্ষের এ আয়োজনকে স্মরণীয় রাখতে ব্যতক্রমী এ আয়োজন।