জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “দাওয়াতি পক্ষ” ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট পৌরসভার ০৩ নং ওয়ার্ড সাহেব পাড়া,গুলশান মোড় এলাকায় এ গণসংযোগ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়াস কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর, মাওলানা আনোয়ার হোসাইন, শহর জামায়াতের নায়েবে আমীর, মাওলানা সাইদুর রহমান,মাওলানা আব্দুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের আমির শেখ ওয়াজেদ আরিফ প্রমুখ।