ভারতের উস্কানীতেই শুরু হল ভারত- পাকিস্থান যুদ্ধ
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি এলাকায় ভারতীয় বিমান হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলায় নিহতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরো ৪৬ জন বেসামরিক নাগরিক।
বুধবার (৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর মহাপরিচালক বলেন, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্ব এলাকায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী দু’টি মেয়ে, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। এছাড়াও ৩৭ জন আহত হয়েছেন, যার মধ্যে নয়জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছেন। তিনি বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু- একটি মেয়ে ও একটি ছেলে আহত হয়েছে।