ভালো মানুষ যে দলেরই হোক তাকে সমর্থন দিতে হবে -সারজিস আলম
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ভালো মামুষ যে দলেরই হোক তাঁকে সমর্থন দিতে হবে। বিরামপুরে ভালো মানুষকে সমর্থন দিলে সারা বাংলাদেশে ভালো মানুষের নেতৃত্ব সৃষ্টি হবে।
ইতিপূর্বে আমরা দেখেছি পাঁচ বছরে এমপি কান্ডিটেড কোনভাবে টাকা দিয়ে মনোনয়ন কিনতো, তারা মার্কা ও প্রশাসনকে ব্যবহার করে ইলেকশনে জয়লাভ করতো। তারপর সাড়ে চার বছর আর তাদের কোন খবর নাই। এই রাজনীতির নামে অপকালচার বন্ধ হওয়া এখন সময়ের দাবি। আমরা আমাদের জায়গা থেকে সামনে নির্বাচন থাকুক আর না থাকুক আমরা যেহেতু আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ত্ব করার স্বপ্ন দেখি তাই প্রত্যকটি জেলা উপজেলায় যেতে হবে। আমরা যতক্ষণ বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ও ইউনিয়নের দোরগোড়ায় পৌঁছাতে পারবো না ততক্ষণ আমরা এ সফর চালাতে থাকবো। আমরা কোন রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আসিনি আমরা দিনাজপুরের প্রত্যেকটি উপজেলায় স্পেশালি বিরামপুরে এসেছি বিরামপুরের মানুষের নিকট কথা ও সমস্যা শুনতে।
আমরা যখন বিরামপুরে আসি চারিদিকে মাদকের খবর শুনতে পাই। আর বিরামপুরে সেই মাদক ব্যবসার সিন্ডিকেট চলে। বাংলাদেশের সব জেলায় একদিন করে সফর থাকলেও আয়তনের দিক বিবেচনায় দিনাজপুর জেলায় দুইদিন সফরের সময় দেওয়া হয়েছে। আয়তনের দিক বিবেচনায় দিনাজপুর জেলাকে দুইভাগে বিভক্ত করে বিরামপুরকে জেলা ঘোষণার দাবি যৌক্তিক। এই দাবি প্রধান উপদেষ্টা বরাবর পৌছানোর ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, টাকা দিয়ে যারা আপনার ভোট কিনতে চায় তারা আপনার শত্রু ও দেশের শত্রু। কোন খারাপ মানুষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) হলেও তাকে সমর্থন দিবেন না, একইভাবে সে যদি বিএনপির, জামাত বা অন্য কোন দলের হলেও তাকে সমর্থন দিবেন না। এখনোও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজ সহ সর্বস্তরের মানুষকে সর্বদা সজাগ থাকতে আহ্বান জানান।
২৭(মে) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ঢাকা মোড়ে বিকাল ৪.৩০ টায় জাতীয় নাগরিক পার্টি (NCP)’র পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।