জয়পুরহাটে বাণিজ্য উপদেষ্টার চামড়ার আড়ৎ ও সংরক্ষণাগার পরিদর্শন

অনলাইন ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সীমান্ত দিয়ে চামড়া পাচারের কোন সম্ভাবনা নেই এবার। বিগত  ‘১২  বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে। সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরে দেয়ার চেষ্টা করছে। চামড়া সংরক্ষণ না করে পচিয়ে ফেললে সে দায়িত্ব সরকারের না। মঙ্গলবার বিকালে  জয়পুরহাট শহরের  আরাফাত নগর এলাকায়  এলাকায় চামড়ার আড়ৎ ও চামড়ার সংরক্ষণাগার পরিদর্শনকালে  তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন,সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙ্গার জন্য ব্যবস্থা নিয়েছে। সরকার সঠিকভাবে চামড়া সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে লবন সহায়তা দিয়েছে।  চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে তিনি বলেন, মাদ্রাসা, এতিমখানাগুলো প্রয়োজনে তিনমাস চামড়া সংরক্ষণ করতে পারবেন।

তিনি  বলেন,সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব।’

এসময় উপদেষ্টার সাথে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *