বিরামপুরে ১৫ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
১৩ (জুন) শুক্রবার রাত আড়াইটার দিকে অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম
অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে।
পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। এদের মধ্যে ৩জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ শিশু রয়েছেন।