জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আহবায়ক কমিটির ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা
অনলাইন ডেস্ক:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার আহবায়ক এ্যাড. এ.টি.এম. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও বগুড়া জজ কোর্টের জিপি এ্যাড. শফিকুল ইসলাম টুকু।
ফোরামের সদস্য সচিব এ্যাড. নাজমুল ইসলাম জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম. এ ওহাব, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. ছালামত আলী প্রামানিক, নওগাঁ জজ কোর্টের জিপি এ্যাড. সরওয়ার জাহান, জয়পুরহাট জজ কোর্টের পিপি এ্যাড. শাহনুর রহমান শাহীন, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. রিনাত ফেরদৌস রিনি, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আতাউর রহমান মুক্তা, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন, সাধারণ সম্পাদক এ্যাড. আবু তাহের সরদার, আইনজীবী ফোরাম নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. হেনা কবির প্রমুখ।
এ সময় আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সদস্যের ফুলেল শুভেচছা জানানো হয়। বক্তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্যের ঐক্য বদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিবাদ শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে আইন অঙ্গনে যথাযথ ভূমিকা পালনে আহবান জানান।