বগুড়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, “আমলে সালেহ হিসেবে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আপনারা আগে থেকে কাজ করে আসছেন, নতুনভাবে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে দেশকে বন্ধক রেখে আজ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আওয়ামীলীগ যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন সংস্কার ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আনা অসম্ভব।”
তিনি শনিবার সকালে টিএমএসএস মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের ৫নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর জাকারিয়া ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল বাসেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম বেগ, মামুনুর রশিদ, শহীদুল ইসলাম প্রমুখ।