বগুড়ায় করতোয়া নদী সুরক্ষায় পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

বগুড়া অফিস:

বগুড়ার করতোয়া নদীর তীর দূষণমুক্ত, পরিবেশ রক্ষাসহ সুস্থ বিনোদন পরিবেশ নিশ্চিতকল্পে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। নদীতে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল শনিবার বেলা ১১টায় করতোয়া নদীপাড় শহরের এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ার পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, প্রতিপাদ্যে র‍্যালি শেষে সংক্ষিপ্ত সভায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন বাপার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

উপস্থিত ছিলেন বগুড়া পানি উন্নয়ন বিভাগের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, উপবিভাগ-১ উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সমাজকর্মী মোস্তফা আবু সালেক মানু, বাপা নেত্রী জাকিয়া সুলতানা, জাহেদুর রহমান, ফজলুল হক, অধ্যাপক সালজুর রহমান, আবু সাইদ, অধ্যাপক আব্দুল মান্নান, শাহান-ই জেসমিন ডরথি, সোহাগ রায় সাগর, খাদিজা খাতুন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস বলেন, করতোয়া নদীতে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নদীর তীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নদীকে সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। করতোয়া নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিবেশ রক্ষা, নদীর তীর দখল-দূষণমুক্ত রাখাসহ জনসাধারণের জন্য সুস্থ বিনোদন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সমন্বয় করে কাজ করছে। সবার সহযোগিতায় এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। প্লাস্টিক, পলিথিনসহ সকল প্রকার ময়লা আবর্জনা নদীর তীরে ও নদীতে ফেলার প্রবণতা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন অতিরিক্ত জেলা প্রশাসক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *