আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান শহরে আরাম নগরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। জেলা সেক্রেটারী তারেক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড: মামুনুর রশিদ, শিবিরের সাবেক নেতা স্কালারসীপে তুরস্ক প্রবাসী মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে জেলার প্রায় ১শত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি এ শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তাদের ভালো ফলাফলের জন্য দোয়া ও মোনাজাত করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য, ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান। শোষনমুক্ত আধুনিক সুন্দর বাংলাদেশ গড়তে শিবির নেতাদেরকে আরও যত্নশীল হওয়ার আহবান জানান।