বগুড়ায় চিকিৎসাধীন নেতাদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
বগুড়া অফিস:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ নেতাকর্মী ও রোগীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
সোমবার দুপুরে তিনি হাসপাতালে সরেজমিনে গিয়ে রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করেন। সঙ্গে ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আব্দুল লতিফ, রিয়াজুল ইসলাম সবুজ, মোহতাছিন বিল্লা মুন ও শাহিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক এরুলিয়া শিকারপুরের আল আমিন, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের উত্তরপাড়ার রেজাউল হক, গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের, গাবতলীর নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘীর আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মিপুর কাজিপাড়ার জাহিদুল ইসলাম, শাহজাহানপুর উপজেলা সাবরুলের আপি মিয়া, সোনাতলা উপজেলার শালিকা এলাকার লিমন মিয়া, শাজাহানপুর উপজেলার ফকিরপাড়া মানিকদিবা এলাকার আব্দুর রশিদ, গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের সুজন আহমেদ এবং সিংড়ার তালহারা গ্রামের মকবুল হোসেন।