জয়পুরহাট জেলা বিএনপির সেকাল-একাল বই এর মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলা বিএনপির সেকাল- একাল বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এ সময় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন’ র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
জয়পুরহাট জেলা বিএনপির সেকাল- একাল বই এর লেখক শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল। বইটি উৎসর্গ করা হয় শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সোবহান। বইটির প্রকাশক শহর বিএনপির সাবেক সদস্য জাকির আহমেদ মেহেদী, পৌর জাসাস এর সভাপতি নুসরাত জাহান রাখী।