জয়পুরহাটে বম্বু ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন শাখা জামায়াতের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাট-বগুড়া রোডস্থ হিচমী বাজারে বৃহস্পতিবার বিকেলে বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সদর উপজেলা আমীর মাও: ইমরান হোসেন, নায়বে আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বম্বু ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডাক্তার আশরাফ আলী, সদর উপজেলা জামায়াতের শুরা সদস্য ফেরদৌস হোসেন, সদর উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী আব্দুল ওহাব প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করেন জেলা জামায়াতে আমীর ফজলুর রহমান সাঈদ।