জয়পুরহাটে উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার ক্যাম্পাসে ফলজ বৃক্ষ চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিনার উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান জুয়েল হোসেন, সংগঠনের সাবেক উপদেষ্টা জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, উদ্ভাবন এর পরিচালক তানভির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্ভাবন এর পরিচালক জানান, নতুন বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি দেশকে সবুজায়ন করতে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে দেশীয় আম, জাম, কামরাঙ্গা, জলপাই, পেঁয়ারা, বেদানার চারা সহ ৫ শতাধিক ফলজ গাছ পর্যায় ক্রমে রোপন করা হবে এবং গাছ গুলোর পরির্চচাও করা হবে সংগঠনের পক্ষ থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *