জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক:

উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ৪৫ বছরের বৈষম্যের অবসান ও ডিপ্লোমা চিকিৎসকদের ৪ দফা দাবি বাস্তবায়নে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্না।

বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ দিতে হবে। সেই সাথে পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া শূন্য পদে নিয়োগ ও সরকারী/বেসরকারী পর্যায়ে পদ সৃজন  ও আন্তর্জাতিক মানদন্ডে বি,এম,ডি,সি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ চাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *