ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠন
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার ২০২৫ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ তারেক হোসেন এবং মোঃ আশরাফুল ইসলামকে সেক্রেটারী হিসেবে মনোনিত করা হয়েছে। গত ১৭ জুলাই জয়পুরহাট জেলা শাখার এক বিশেষ প্রতিনিধি সভায় আনুষ্ঠানিক ভাবে এ কমিটি গঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলার ইসলামী আন্দোলনের কাজ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে। শিবির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ তারেক হোসেন বলেন, ছাত্রশিবিরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে আমরা জয়পুরহাট জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ, দেশপ্রেমিক ও নেতৃত্বগুণে গুণান্বিত শিক্ষার্থী গঠনে সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাক মো: রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ফজলুর রহমান সাইদ, শিবিরের বগুড়া শহর শাখার সভাপতি মোঃ হাবিবুল্লাহ, জয়পুরহাট জেলা শাখার সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাবেক জেলা সেক্রেটারি ও শহর আমীর মাও: আনোয়ার হোসাইন, সাবেক জেলা সভাপতি এডভোকেট আসলাম হোসাইন, সাবেক জেলার সভাপতি ও সদর উপজেলা আমীর মাও: ইমরান হোসেন, সাবেক জেলা সভাপতি আসাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ ছাত্রশিবিরের জেলা নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় প্রতিনিধি, জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।