বগুড়া বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা
বগুড়া অফিস:
বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় বগুড়া বিসিক গেট সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন এর নেতা শাহাদাৎ হোসেন, আল আমিন, আতিকুল ইসলাম লয়া, রাসেল মন্ডলসহ বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফেরদৌস আলম, সভাপতি, বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন।
সভা পরিচালনায় ছিলেন মোঃ ছারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিক ঐক্য, কল্যাণমূলক কার্যক্রম ও সংগঠনের ভূমিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার অন্তর্ভুক্ত বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের সংগঠিত করতে নিয়মিতভাবে নানা কর্মসূচি পালন করে আসছে।