মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক:
সোমবার (২১ জুলাই ২০২৫) মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট শহর শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ফজলুর রহমান সাঈদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন- শহর শাখার নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, সভাপতিত্ব করেন শহর শাখার আমীর মাওলানা আনোয়ার হোসাইন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
আল্লাহ তাআলা নিহতদের শহীদদের মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন আমীন।