জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক:

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাজসেবা অধিদপ্তরের জয়পুরহাটের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ইমাম হাসিম জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মুবারক জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *