প্রতারণার মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেফতার

বগুড়া অফিস:

১৬ আগস্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯ টায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মাদলা নিশ্চিতপুরে অবস্থিত তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মের অফিস থেকে গ্রেফতার হোন।

জানা যায়, বগুড়া, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এবং জয়পুরহাট কোর্টে তার ও তার স্ত্রী যিনি আমেনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, উভয়ের নামে বহু প্রতারণার মামলা চলমান আছে। জয়পুরহাট জেলা জর্জকোর্টে আবুল কালাম আজাদের নামে একটি মাদক চোরাচালানের মামলাও চলমান।

বগুড়া জেলা জর্জকোর্টের অধীন প্রতারণামূলক অর্থআত্মসাতের মানলা যার নম্বর ১৮৮৫/২৫ এর বিচারিক আদেশের প্রেক্ষিতে বগুড়া সদরর থানার এসআই নুরুজ্জামান সাহেবের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, বিগত ফ্যাসিস্ট সরকারের দুই জন এমপি ও  কিছু নেতার যোগসাজশে বা ছত্রছায়ায়  বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট ও  অনুদান এনে দেয়ার কথা বলে বগুড়া জেলা ও আশেপাশের জেলাগুলোর বহু স্থানীয় এনজিও, ফার্ম ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের থেকে বিভিন্ন কৌশলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করে নেওয়া ছিলো তার পেশা। ২৪ এর ৫ আগষ্ট পরবর্তীতে বিএনপির নান ব্যবহার করে সে আবারও প্রতারণা মূলক অর্থ আত্মসাতের  পেশা চালু রেখেছে। সামান্য ডাকহরকরা ছেলে যে অন্যের বাড়তে লজিং থেকে পড়াএখা করেছে, সে বিগত ১৫ বছরে বগুড়ায় দুইটি বহুতল বাড়ি, খামার করার জন্য ৩টি জায়গা, গোবিন্দগঞ্জে ৭ বিঘা জমির উপর ফার্ম, রংপুরে, ফরিদপুর, রাজশাহী ও গাইবান্ধায় বাড়ি, ঢাকায় দুইটি দামী ফ্ল্যাট করেছে।  যা রীতিমতো আলাউদ্দিনের চেরাগ ছাড়া সম্ভব নয়। জনমনে জিজ্ঞাসা আমেনা ফাউন্ডেশন, যেখানে কোন স্টাফ নাই, দেশি-বিদেশি উন্নয়নমূলক  প্রজেক্ট নাই, শুধুমাত্র নামে বেনামে সাইনবোর্ড সর্বস্ব কয়েকটি অফিসের মাধ্যমে কি ভাবে এত টাকা ও এত সম্পদের মালিক সে এবং তার স্ত্রী হিতে পারে। এই প্রশ্ন বহুদিন ধরেই সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *