মাদরাসা শিক্ষা যারা ধ্বংশ করতে চেয়েছিল তারাই ক্ষমতা ছেড়ে পালিয়েছে: ড. মোঃ শামছুল আলম

বগুড়া অফিস:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকার মাদরাসা শিক্ষা যারা ধ্বংশ করতে চেয়েছিলে তারাই ক্ষমতা ছেড়ে পালিয়েছে।

বর্তমানে মাদরাসা শিক্ষাকে ঢেলে সাজাতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই আবারো সকল ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরা মাথা তুলে দাড়াতে পারবে। আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে পারলেই দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি মিলবে। পতিত ফ্যাসিষ্ট সরকার দেশের আলেমদের মিথ্যা মামলা দিয়ে  জুলুম নির্যাতন করেছে। তারা ঘরে থাকতে পারেননি। অসংখ্য আলেম মিথ্যা মামলা মাথায় নিয়ে কারাবাস করেছেন । আবার কেউ কেউ চাকুরী হারিয়েছেন। এর পরিণাম হয়েছে , পতনের পর জুলুমকারীরা  এবং বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। তাই শিক্ষকদের কে মাদরাসায় আলেম তৈরীর জন্য আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে। ইসলামী সমাজ বা র্ষ্ট্রা প্রতিষ্ঠার জন্য সৎ মানুষের দরকার। সে মানুষ তৈরীর কারিগর শিক্ষকরা। তাই ইসলামী শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের মূল দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলার মাদরাসা প্রধান গণের উদ্দ্যোগে “মাদরাসা শিক্ষা উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক”মতবিনিময় সভা মহাস্থান শাহ সুলতান বলখি (রহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোডের্র চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মহাতাব হোসেন ও বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হক সরকার, অধ্যক্ষ আবিদুর রহমান, অধ্যাপক আসম আব্দুল মালেক, মাওলানা আব্দুল হাকিম সরকার,  মাওলানা আব্দুল বাছেত, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ রোস্তম আলী, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ ইয়াহইয়া, অধ্যক্ষ মাহবুবে রফিক, অধ্যক্ষ মাহমুদুল হাসান, অধ্যক্ষ আব্দুল মোমিন, উপাধ্যক্ষ আজিজুর রহমান, সুপার আব্দুল জব্বার, সুপার আব্দুস সাত্তার, সুপার জুয়েলুর রহমান, মোঃ শামসুল ইসলাম, আসাদুল্লাহ আল হাসিব। সভা পরিচালনা করেন ড. আবু ছালেহ মামুন, ড.আব্দুল বারী ও অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এসময় বগুড়া জেলার মাদরাসা সমুহের প্রধান-সহকারী প্রধান ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *