বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার বগুড়ার একটি মোটেলে সংগঠনের মহাপরিচালক খন্দকার হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেস্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মহাপরিচালক দেলোয়ার হোসেন, রেজওয়ানুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম। আলোচনা পেশ করেন টিএমএসএস চিকিৎসক ডা. শাহিন আলম প্রমুখ। বৃত্তি পরীক্ষায় বগুড়ার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।