পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম স্থগিতসহ দুই দফা দাবীতে জয়পুরহাট পৌরসভার প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. রেজা স্মারকলিপিটি গ্রহণ করেন।
দাবিদার নাগরিকদের প্রথম দাবি হলো— কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সকল কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত পৌরসভা থেকে পত্র জারি করে মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের অবহিত করার দাবি জানানো হয়।
দ্বিতীয় দাবিতে বলা হয়— ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে জয়পুরহাট পৌর এলাকার ভোটারদের ভোটে নির্বাচিত মেয়র ও তার পরিষদ গণশুনানির মাধ্যমে যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবে, নাগরিকরা তা পরিশোধ করবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ।