মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দৃষ্টি প্রতিবন্ধি মো. কয়ছর মিয়ার পাশে দাড়ালো বারাকাহ্ প্রবাসী সমাজকল্যাণ সোসাইটি কুয়েত

বারাকাহ্ প্রবাসী সমাজকল্যাণ সোসাইটি কুয়েত এর উদ্দ্যোগে ও সোসাইটির প্রতিষ্ঠাতা কাওছার আহমেদ কয়ছর, উপদেষ্টা ফজির আলী নাদিম, সভাপতি লিপু সুলতান চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ মিনার, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ, সংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শিমুল, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খালেদ, সহ-প্রচার সম্পাদক সাকের আহমেদ ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন এর সহযোগীতায় ৫ আগষ্ট শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মরহুম মানিক মিয়ার দৃষ্টি প্রতিবন্ধি ছেলে কয়ছর মিয়ার চোখের চিকিৎসার জন্য নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা কাওছার আহমেদ কয়ছরের বড় ভাই মো. কুদ্দুছ মিয়া, উপদেষ্টা কবি আবদুল হাই ইদ্রিছী, মো. মনসুর আলী ও মো. মছু মিয়া প্রমুখ।

বারাকাহ্ প্রবাসী সমাজকল্যাণ সোসাইটি কুয়েত এর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধি মো. কয়ছর মিয়াকে সাহায্য করা হয়।

উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধি মো. কয়ছর মিয়ার আর কোন ভাই-বোন নেই। পিতাও ইন্তেকাল করেছেন বেশ কয়েক বছর আগে। ৩টি শিশু সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে ৬ সদস্যের পরিবারের দায়ীত্ব তাঁরই। আগে কিছুটা চোখে দেখতে পেতেন তাই কোন রকম রাজমিস্ত্রীর সহযোগী হিসাবে কাজ করে পরিবার চালেও ধীরে চোখের দৃষ্টি শক্তি একেবারে কমে আসায় এখন তার চলা ফেরা অসম্ভব হয়ে পরেছে, তাই আর কোন কাজকর্মও করতে পারছেন না, এজন্য তার ৩টি শিশু সন্তানসহ পরিবার একেবারেই নিঃস্ব হয়ে পরেছে। মৌলভীবাজার চক্ষু হাসপাতাল থেকে তাকে বলা হয়েছে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসা নেবার জন্য। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু এই ব্যয় বহন করা তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। দৃষ্টি প্রতিবন্ধি মো. কয়ছর মিয়া হৃদয়বান মানুষের সাহায্যপ্রার্থী।

অনলাইন ডেস্কঃ

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *