তুরস্কের রাজধানী আঙ্কারায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন
তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
দূতাবাসে অবস্থিত শেখ রাসেল শিশু কর্নারে ছোট্ট শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীদের পরিবার ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া কেন্দ্রের উদ্বোধন করেন।
অনলাইন ডেস্ক: